সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন সাবেক নাম্বর ওয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভা।কারণ ডোপ টেস্টের পজিটিভ রিপোর্ট । নিষিদ্ধ ড্রাগ সেবনের অপরাধে অস্ট্রেলিয়ান ওপেনের আগে ডোপ টেস্টে ব্যর্থ হন এই রাশিয়ান টেনিস সেনসেশন। আর সাময়িক নিষেধাজ্ঞার খড়গে কাটা পড়ার সাথে সাথে শারাপোভার সাথে দীর্ঘ মেয়াদি চুক্তি বাতিল করেছে ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান নাইকি।
৫টি গ্রান্ডশ্ল্যাম জয়ী মারিয়া শারাপোভা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলেন অস্ট্রেলিয়ান ওপেনের ডোপ টেস্টে ব্যর্থ হয়েছেন তিনি। তবে শক্তিবর্ধক কোন ড্রাগ নয় চিকিৎসকের পরামর্শে নেয়া ঔষধের কারণে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন এই টেনিস সেনসেশন। চলতি বছরের ১ জানুয়ারি নিষিদ্ধ হওয়া একটি ড্রাগ নেয়ার অপরাধে দোষী প্রমাণিত হয়েছেন মাশা।
সাবেক নাম্বর ওয়ান এই টেনিস তারকা মারিয়া শারাপোভা বলেন, ‘কিছু দিন আগে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন থেকে জানতে পেরেছি অস্ট্রেলিয়ান ওপেনের ডোপ টেস্টে ব্যর্থ আমি। এই অপরাধের দায়ভার পুরোটাই আমার। বিগত দশ বছর পারিবারিক চিকিৎসক আমাকে মেলড্রেনেইট নামক একটি ঔষধ দিচ্ছে যার অপর নাম মেলডোনিয়াম। আইএফটির চিঠি পাওয়ার কিছুদিন পর আমি জানতে পারি সম্প্রতি ঔষধটি নিষিদ্ধ করেছে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং কমিটি। যা আমার জানা ছিলো না।’
মারিয়া শারাপোভা আরো যোগ করে বলেন, ‘অনেকেই এখন আমার অবসরের কথা ভাবলেও আমি শুধু বলবো আমাকে যেন একটি সুযোগ দেয়া হয়। কারণ চলতি বছরের জানুয়ারিতে নিষিদ্ধ হওয়া একটি ঔষধের জন্য আমি ক্যারিয়ারের ইতি টানতে চাই না।’
উল্ল্যেখ বড় কোন শাস্তির মুখামুখি হতে হয় নি তাকে তবে এর আগে ২০১৩ সালে ক্রোয়েশিয়ার মারিন চিলিস ডোপ নেয়ার অপরাধে ৯ মাসের জন্য নিষিদ্ধ হয়েছিল।এই যাত্রায় কিছুটা বেগ পেলেন শারাপোভা।