প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন অফ দি আর্থ’ অর্জন করায় এবং তার জন্মদিন উদযাপন উপলক্ষ্যে এক আনন্দ উৎসবের আয়োজন করে ডেনমার্ক আওয়ামী লীগ।
ডেনমার্ক আওয়ামী লীগের আনন্দ উৎসবে উপস্থিত সকলে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া ও প্রাথর্না করেন। সেখানে উপস্থিত নেতৃবৃন্দ আশা করেন ভবিষ্যতে আরো নতুন ক্ষেত্রে পুরস্কার অর্জন করবে বাংলাদেশ। অনুষ্ঠানে মুঠোফোনে শুভেচ্ছা বক্তব্য রাখেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. গনি, প্রধানমন্ত্রীর এপিএস, সাইফুজ্জামান শিখর, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারউজ্জামান চৌধুরী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহসভাপতি আ ন ম আরিফ খালেক, ইকবাল মিঠু, জাহেদ চৌধুরী বাবু, জামাল আহমেদ, সুমি দাশ, যুগ্ম-সম্পাদক সাব্বির আহমেদ মুন্সী, সামি দাশ, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মানজুর আহমেদ লিমন। এ ছাড়াও যুবলীগ ডেনমার্ক ভারপ্রাপ্ত সভাপতি জামিল আখতার কামরুল ও সাধারণ সম্পাদক আমির জীবন এবং ডেনমার্ক ছাত্রলীগ সভাপতি ইফতেখার সম্রাট ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির নিরুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পোস্টটি যতজন পড়েছেন : ২০০