আজ আন্তর্জাতিক নারী দিবস।১৯০৮ সালের ৩ মে। নারী দিবসের শুরুটা হয় সেখান থেকে। সেই সময় যুক্তরাষ্ট্রের শিকাগোতে সোশ্যাল ডেমোক্র্যাট নারী সংগঠনের উদ্যোগে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন হয়। এরপর ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। ১৯১৪ সালে থেকে বেশ কয়েকটি দেশে ৮ মার্চকে নারী দিবস হিসেবে উদযাপন শুরু করে। জাতিসংঘ ১৯৭৭ সালে এ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়।
গুগল তাদের ওয়েবসাইটে বিশেষ দিবস বা বিখ্যাত কোনো ব্যক্তির জন্মদিন উদযাপন উপলক্ষে ডুডল প্রকাশ করে।আজকেও তার ব্যতিক্রম হয়নি।নারীর প্রতি সম্মান ও মর্যাদা রাখতে তারা একটি ডডল প্রকাশ করেছে।ডুডলে বিশ্বের ১৩টি দেশের ৩৩৭ নারীর স্বপ্নের কথা উঠে এসেছে। নতুন ডুডলে নানা বয়সের নারীরা নিজের মনের কোণে লুকোনো ইচ্ছেকে এক কথায় প্রকাশ করেছেন।আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ওয়ান ডে আই উইল…’ লেখা একটি অসম্পূর্ণ বাক্য দিয়েছে গুগল। নারীরা সেটাই সম্পূর্ণ করেছেন এবং এই তালিকায় রয়েছেন বিভিন্ন দেশের নানান অঙ্গনের বিখ্যাত-অখ্যাত নারীরা ।