[english_date]

“ডিজিটাল বিপ্লবের সর্বাধিনায়ক জননেত্রী শেখ হাসিনা”

জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তিনিই বাংলাদেশের ডিজিটালের বিপ্লব ঘটিয়েছে। তিনিই ডিজিটাল বিপ্লবের সর্বাধিনায়ক।

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউজ সংলগ্ন জিমনেসিয়ামে ডিজিটাল মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ  কথা বলেন।

জনপ্রশাসন মন্ত্রী বলেন, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতিসহ সকল ক্ষেত্রেই রয়েছে প্রযুক্তির ছাপ ও টেকনোলজির ব্যবহার। এভাবে দেশ টেকনোলজিতে চললে অচিরেই মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবে।

এ সময় মন্ত্রী পরিষদের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, রেঞ্জ ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টন (অব.) মুজিবুর রহমান ফকির ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠান শেষে জনপ্রশাসন মন্ত্রী ডিজিটাল মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৪টি স্টল অংশ নেয়। আগামীকাল রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ