২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর প্রধান সহযোগী জয়

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় পেশায় একজন কম্পিউটার বিজ্ঞানি। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা হিসেবেও কাজ করছেন। এই পদে যুক্ত হওয়ার আগে থেকেই ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধান সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছেন তিনি।

২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে নির্বাচনী ইশতেহার ‘দিনবদলের সনদ’ প্রকাশ করে আওয়ামী লীগ। এই ইশতেহার তৈরির নেপথ্যে বড় ভূমিকা ছিলো জয়ের।

আগামীতে আওয়ামী লীগকে আরও আধুনিক ও যুগোপযোগী রাজনৈতিক দল হিসেবে গড়ে তুলতে তথ্য প্রযুক্তিতে দক্ষ তরুণ নেতৃত্ব আনার চিন্তা-ভাবনা করছেন তিনি। দলকেও তথ্য-প্রযুক্তিতে সমৃদ্ধ করে তুলতে ইতোমধ্যেই কাজ শুরু করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের এক নেতা বলেন, নতুন নেতৃত্ব নির্বাচনে জয়ের একটা ভূমিকা তো থাকবেই। তিনি হয়তো এখনই প্রকাশ্যে আসবেন না, কিন্তু মাকে (সভাপতি শেখ হাসিনা) পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন ।

এদিকে সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সজিব ওয়াজেদ জয় এখন পর্যন্ত যুক্ত না হলেও দলের রাজনীতিতে ধীরে ধীরে তার প্রভাব স্পষ্ট হয়ে উঠছে। দলের নেতাকর্মীরা তাকে ইতোমধ্যেই আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে ভাবতে শুরু করেছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ