৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ডিজিটাল ইন্ডিয়ার সমর্থনে জুকারবার্গ

ডিজিটাল ইন্ডিয়া নিয়ে সকাল থেকেই উদ্বেগ ছিল গোটা সিলিকন ভ্যালি জুড়ে। একের পর এক নয়া প্রস্তাব এসেছে সত্য নাদেলা কিংবা সুন্দর পিচাইয়ের কাছ থেকে। মোদীর ডিজিটাক ইন্ডিয়ার স্বপ্নে কাঁধে কাঁধ মেলাতে উদ্যোগী হয়েছেন সব টেক জায়ান্ট। কেউ গ্রামে গ্রামে সস্তায় ইন্টারনেট দেইয়ার উদ্যোগ নিয়েছেন কেউ আবার স্টেশনে স্টেশনে ফ্রি ওয়াই ফাই দেওয়ার পরিকল্পনা নিয়েছেন। এবার মোদীর অপেক্ষায় বসে আছে ফেসবুক। ফেসবুক হেডকোয়ার্টারে মোদী পৌঁছনোর ঠিক আগেই ‘ডিজিটাল ইন্ডিয়া’র সমর্থনে নিজের প্রোফাইল পিকচারটাই পালটে ফেললেন। Created using fb.com/supportdigitalindia

বেশ কিছুদিন আগেই মোদীর ফেসবুক অফিসে আগমনের কথা ঘোষণা করেছিলেন জুকারবার্গ। তিনি যে বিষয়টা নিয়ে ভীষণভাবে এক্সাইটেড জানিয়েছিলেন সেকথাও। তবে ডিজিটাল ভারতে যে ফেসবুকের যে একটা বড় অবদান থাকতে চলেছে তা স্পষ্ট। নিজের প্রোফাইলে ছবি পরিবর্তন করে একটি লিংক দিয়েছেন। সেই লিংকে ক্লিক করে আপনিও পালটে ফেলতে পারেন আপনার ডিপি। সমর্থন জানাতে পারেন ডিজিটাল ইন্ডিয়াকে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ