নির্ধারিত এক সপ্তাহের মধ্যে আদালত অবমাননার দায়ে জরিমানার টাকা না দেয়ায় মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যেরে ট্রাইব্যুনাল-২ এ পরোয়ানা জারি করেন।
আদালত অবমাননার দায়ে ১০ জুন ডা. জাফরুল্লাহকে এক ঘণ্টার কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে এক সপ্তাহের মধ্যে জরিমানার টাকা পরিশোধ না করলে অনাদায়ে এক মাসের কারাদণ্ডের সাজার আদেশ দেন ট্রাইব্যুনাল।
ওই দিন এক ঘণ্টার সাজা খাটলেও গত ১৬ জুন এক আবেদনের পরিপ্রেক্ষিতে জরিমানার সাজা ৫ জুলাই পর্যন্ত স্থগিত করেন সুপ্রিমকোর্টের চেম্বার বিচারপতির আদালত। উচ্চ আদালতের এ আদেশ দাখিল না করায় ট্রাইব্যুনাল আজ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
পোস্টটি যতজন পড়েছেন : 246