১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ডাস্টবিনের কাছ থেকে মানুষের হাড়গোড় ও গলিত অংশ উদ্ধার

ময়মনসিংহ শহরের একটি ডাস্টবিনের কাছ থেকে মানুষের বিপুলসংখ্যক হাড়গোড় ও গলিত অংশ উদ্ধার করেছে পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার দুপুর ১২টার দিকে এগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল থেকে শহরের সাহেব আলী সড়ক ও জমির মুন্সী সড়কের মোড়ের একটি ডাস্টবিনের আশপাশে সাদা পলিথিনে মোড়ানো কিছু পড়ে থাকতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এগুলো নিয়ে মানুষের কৌতূহল বাড়তে থাকে। পরে সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসব পলিথিন উদ্ধার করে বস্তায় ভরে নিয়ে যায়।
কোতোয়ালি মডেল থানার পুলিশ বলেন, উদ্ধার হওয়া হাড়গোড় ও গলিত অংশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে র‌্যাব-১৪-এ নিয়োজিত অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শামীম আরা বেগম সংবাদমাধ্যমকে বলেন, এগুলো মানুষের হাড়গোড়। তবে কতজন মানুষের এবং কত দিন আগের তা বোঝা যাচ্ছে না।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ