২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ডাবস্ম্যাশেও লিওনি

উপস্থিত আছেন ইনস্টাগ্রামে। কিন্তু ডাবস্ম্যাশ থেকে ছিলেন শত কোটি দূরে। তাইতো রণবীর, আলিয়া, সোনাক্ষী এমনকি বাদশাও যখন মেতেছেন এই অ্যাপসের চক্করে, তখন নিজেকে এই ট্রেন্ড থেকে দূরে রেখেছিলেন লিওনি। কিন্তু সবাই যখন চুপচাপ তখন ডাবস্ম্যাশে ধুম মচালেন সানি। ইনস্টাগ্রামের নতুন এই অ্যাপসের দুনিয়ায় অভিষেক হল ‘বেবিডল’ –এর। 

তবে একটি নয়, দুটি ডাবস্ম্যাশ ভিডিও করেছেন এই হার্টথ্রব হিরোইন। এর মধ্যে দশ সেকেন্ডের একটি ভিডিওতে র‍্যাপ গাইতে দেখা যাচ্ছে সানিকে। অন্যটিতে একটি কার্টুনের অবতারে স্বামী ড্যানিয়েলের সঙ্গে রয়েছেন লিওনি।

সম্প্রতি সেন্সরের তরফ থেকে ছাড়পত্র পেয়েছে সানির আগামী ছবি ‘মস্তিজাদে’। মিলাপ জাভেরি পরিচালিত অ্যাডাল্ট কমেডি সিনেমা ‘মস্তিজাদে’। সিনেমায় রয়েছেন রীতেশ দেশমুখ। চলতি বছরের মে মাসে ছবিটির মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেন্সরের তরফ থেকে আটকে দেওয়া হয়েছিল ছবিটির মুক্তি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ