[english_date]

ডাকাতি করে লিখে রেখে গেলেন ‘আই লাভ ইউ’

চুরি, ডাকাতির ঘটনা হরহামেশাই ঘটছে। কিন্তু সম্প্রতি এক ব্যক্তির বাংলোতে ডাকাতির পর যে ঘটনা ঘটেছে তা হতবাক করার মতোই।

ভারতের দক্ষিণ গোয়ার মারগাও শহরের একটি বাংলোতে বিপুল পরিমাণ অর্থ ডাকাতি করার পর সেখানে মালিকের উদ্দেশে ‘আই লাভ ইউ’ লেখা একটি নোট ফেলে গেছে ডাকাতরা। প্রায় ২০ লাখ রুপির বেশি পরিমাণ অর্থ ও মূল্যবান সম্পদ ডাকাতি করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

ওই বাংলোর মালিক আসিব জেক বাংলোতে ফেরার পরই হতবাক হয়ে যান। দুদিনের ছুটি কাটিয়ে ফিরেছিলেন তিনি। ফেরার পরই বুঝতে পারেন যে, বাংলোতে ডাকাতি হয়েছে।

ডাকাতরা ২০ লাখ রুপি মূল্যের স্বর্ণ এবং রুপার গহনা এবং দেড় লাখ রুপি নগদ অর্থ চুরি করে পালিয়েছে। চুরি করেই তারা ক্ষান্ত হয়নি। মালিকের উদ্দেশে লিখে রেখে গেছেন, ‘আই লাভ ইউ।’

এমন ঘটনায় রীতিমত অবাক হয়েছেন ওই বাংলোর মালিক। তিনি জানিয়েছেন, টিভির স্ক্রিনে মার্কার দিয়ে আই লাভ ইউ লেখা হয়েছে। এমন ঘটনা এর আগে দেখেনি কেউ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ