১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ডাকাতি করতে গিয়ে আনোয়ারায় ৪ ডাকাত গ্রেপ্তার।

চট্টগ্রামের আনোয়ারায় একটি সিএনজি চালিত অটোরিকশাসহ ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাত আড়াইটার দিকে উপজেলার চাতরী ইউনিয়নের মহতর পাড়ায় মহিলা মেম্বার মিনুর বাড়ির সামনে রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকা মৃত শফিকুল আলমের ছেলে মো. তসলিম (৩৮), শিকলবাহা এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. নুরুউদ্দিন (৩২), পটিয়া উপজেলার জিরি এলাকার মো. আব্দুর শুক্কুরের ছেলে মো. আবদুর রহিম (৩০) ও বরগুনা জেলার লনটোনা এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. নয়ন (২২)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরাসহ আরও ১০ থেকে ১২ জন লোক একটি প্রাইভেট হাইচ ও সিএনজি অটোরিকশা নিয়ে ডাকাতির জন্য প্রস্ততি নিচ্ছিলো বলে পুলিশের কাছে গোপন তথ্য ছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সিএনজি অটোরিকশাসহ ৪ জনকে গ্রেপ্তার করে। এসময় হাইচ নিয়ে বাকিরা পালিয়ে যায়। পরে সিএনজি চালিত অটোরিকশাসহ আটককৃতদের তল্লাশি করে।এসময় তাদের কাছ থেকে ২ টি লোহার তৈরি কাটার, ১ টি প্লাষ্টিকের হাতলযুক্ত ধারালো ছোরা, ১ টি হাতল বারি, ১টি লোহার বারসহ লোহার এ্যাংগেল, ১টি লোহার ডাই উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলে পাঠিয়েছে পুলিশ। অপরদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ