আইএস সারা বিশ্বে আতংকের এক নাম। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রায় ২২ হাজার সদস্যের তথ্য ফাঁস হয়েছে। এর মধ্যে ব্রিটেন ও আমেরিকার নাগরিকও নাকি রয়েছে। জার্মানির গোয়েন্দা এ তথ্য পেয়েছে।এক আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে, ফাঁস হওয়া ডকুমেন্টে আইএস সদস্যদের নাম জাতীয়তা, ঠিকানা ও পরিবারের তথ্য রয়েছে।আরেক মাধ্যমে জানা যায়, ৪০টি দেশের এক হাজার ৭৩৬ যোদ্ধার ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, এর চার ভাগের মধ্যে একভাগ সৌদি আরবের আর বাকিরা তিউনিসিয়া, মরক্কো ও মিসরের নাগরিক।
ডকুমেন্টগুলো অবশ্য আরবিতে লেখা। আর এতে ইসলামিক স্টেটেরর লোগো ব্যবহার করা হয়েছে। এসব ডকুমেন্টে ১৬ জন ব্রিটিশ নাগরিকেরও তথ্য রয়েছে। ইউরোপিয়ান যোদ্ধাদের মধ্যে ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও কানাডার নাগরিক রয়েছে।আরও একটি সংবাদ মাধ্যম থেকে জানা যায়, এসব তথ্য সংগ্রহ করা হয়েছে ২০১৩ সালের নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে আইএসের দখল করা অঞ্চলের সীমান্ত এলাকা থেকে ।তবে ফরমগুলোর সত্যতা এখনো যাচাই-বাছাই করা সম্ভব হয়নি।