৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ট্রেন বন্ধ থাকায় রাজশাহীতে বিক্ষুব্ধ যাত্রীদের স্টেশনে ভাঙচুর

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ঐক্য পরিষদের (লোকোমাস্টার, গার্ড, টিটিই) ডাকা কর্মবিরতির ফলে সারা দেশের মতো রাজশাহী রেলওয়ে স্টেশনেও ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাত থেকে শুরু হওয়া এই কর্মবিরতির ফলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৬টা ২০ মিনিটে রাজশাহী রেলস্টেশন থেকে চিলাহাটির উদ্দেশ্যে তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা ছিল, তবে স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেনটি চলেনি। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন যাত্রীরা।

তাদের অভিযোগ, ট্রেন বন্ধ থাকার পরও রেল কর্তৃপক্ষ কেন অনলাইনে টিকিট বিক্রি করছে। যাত্রীরা আন্দোলন সম্পর্কে জানতে পারেননি, ফলে তারা ক্ষোভ প্রকাশ করে স্টেশনে ভাঙচুর করেন।

এ সময় রেলওয়ের এক কর্মচারীকে মারধর করা হয় এবং বিক্ষুব্ধ যাত্রীরা দুইজন রেল কর্মীকে আটকে রাখেন যেন ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। পরে, রেল কর্তৃপক্ষ জানায় যে, কাউন্টার থেকে টিকিট কাটা যাত্রীদের টাকা ফেরত দেয়া হচ্ছে এবং অনলাইনে টিকিট কেনা যাত্রীদেরও টাকা ফেরত পাওয়া যাবে।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক ময়েন উদ্দিন জানিয়েছেন, সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ উপস্থিতির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং শান্তি ফিরে আসে। তিনি বলেন, ‘সেনাবাহিনী আসার পর যাত্রীরা টিকিটের টাকা ফেরত পেয়ে ফিরে গেছেন।’

এদিকে, রাজশাহী রানিং স্টাফ ঐক্য পরিষদের আহ্বায়ক আমিনুল ইসলাম জানান, যতদিন পর্যন্ত কেন্দ্রীয় কমিটির নির্দেশনা না আসে ততদিন তাদের আন্দোলন চলবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ