আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ঈদ-উল-আযহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি।
বৃহস্পতিবার দুপুরে রেলের সার্বিক প্রস্তুতি সম্পর্কিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান, রেলমন্ত্রী মুজিবুল হক। তিনি আরও জানান, ঈদের আগে ও পরে ৫ দিন যাত্রীদের বাড়তি সেবা দিতে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। টিকিটের কালোবাজারি ঠেকাতে ও যাত্রীদেরকে বাড়তি নিরাপত্তা দেয়ার জন্য রেলের নিজস্ব বাহিনীর পাশাপাশি কাজ করবে পুলিশ ও র্যাব।
প্রতিবছরের ঈদের আগে স্বাভাবিক সময়ের চেয়ে কয়েকগুন বেড়ে যায় যাত্রী। আর অগ্রিম টিকিটের জন্য রাতভর যাত্রীদের অপেক্ষা। অন্যান্য মাধ্যমের চেয়ে নিরাপদ ও সাশ্রয়ী হওয়ায় যেকোনো উৎসবের আগেই বাড়তি চাপের মধ্যে থাকতে হয় রেল সংশ্লিষ্টদেরকে।
এ বছর ঈদুল আযহাকে সামনে রেখে ঈদের আগে-পরে মিলিয়ে ১০ দিনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রণালয়।
আগামী ১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে শুরু হবে ২০ সেপ্টেম্বরের অগ্রিম টিকিট বিক্রি। একইভাবে ১৬, ১৭, ১৮ ও ১৯ সেপ্টেম্বর বিক্রি করা হবে ২১, ২২, ২৩ ও ২৪ তারিখের অগ্রিম টিকিট।
আর রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৩ সেপ্টেম্বর চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। বিক্রি করা হবে ২৭ সেপ্টেম্বর থেকে পহেলা অক্টোবরের ফিরতি ট্রেনের টিকিট।
রেলমন্ত্রী জানালেন বাড়তি চাপ সামলাতে নিয়মিত বহরের সাথে এবারো যুক্ত হবে বাড়তি কোচ ও ইঞ্জিন। আর বাড়তি যাত্রীদের নিরাপত্তার জন্য নেয়া হয়েছে বাড়তি ব্যবস্থা।
এ বিষয়ে রেলমন্ত্রী বলেন, ‘উপচে পড়া ভীড় মোকাবেলা করার জন্য অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া কালোবাজারি রোধেও বিশেষ ব্যবস্থা নেয়া হচ্ছে।’
এছাড়া ঈদের আগে ৩ দিন এবং ঈদের পর ৭ দিন ৫ জোড়া ও ঈদের দিন শোলাকিয়া স্পেশাল ২ জোড়া মোট ৭ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।