রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত আসাদুজ্জামান সেলিম (৩৪) ব্র্যাক ব্যাংকের আজিমপুর শাখার সিনিয়র অফিসার ছিলেন।
এ সময় আহত হয়েছেন তার বন্ধু মোটরসাইকেলের চালক জাকির হোসেন (৩৩)। তিনি হাইকোর্টের সহকারী বেঞ্চ অফিসার।
তুরাগ থানাধীন ধৌর এলাকায় রবিবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ২টায় সেলিম মারা যান।
ঢামেক হাসপাতালে আসা নিহতের আত্মীয় শামসুর রহমান জানান, সেলিম রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আমবাড়ী গ্রামের আমজাদ হোসেনের ছেলে। সেলিম ও জাকির দুই বন্ধু মিরপুর ১০ নম্বরে একসঙ্গে ভাড়া বাসায় থাকেন। রবিবার তারা আশুলিয়ায় আরেক বন্ধুর বাসায় বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে রাতে ধৌর নামক স্থানে ট্রাকের ধাক্কায় মারাত্মক আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মধুসুধন পাণ্ডে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত জাকির ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।