জাপানে বিমান দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। জাপানের রাজধানী শহর টোকিওতে ভেঙে পড়েছে একটি বিমান। একটি জনবসতিপূর্ণ এলাকায় ভেঙে পড়ে বিমানটি। দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন লেগে যায়। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল।
আশেপাশের একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ছোট ওই বিমানটিতে দু’জন যাত্রী ছিলেন। দুই যাত্রীর মৃত্যু হয়েছে। ভেঙে পড়ার পর নিচে একটি বাড়িতে থাকা এক মহিলার মৃত্যু হয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিবে যাওয়া হয়।
পোস্টটি যতজন পড়েছেন : 253