[english_date]

টেলর সুইফট সঙ্গে মঞ্চ মাতালেন সেরেনা

সোমবার থেকে উইম্বলডনের মহারণ শুরু৷ তার আগে এক্কেবারে অন্য অবতারে ধরা দিলেন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস৷ পপস্টার টেলর সুইফ্টের সঙ্গে মঞ্চ মাতালেন বিশ্বের এক নম্বর তারকা৷ হাইড পার্কের এক জমকালো অনুষ্ঠানের সন্ধেয় তাঁর সঙ্গে ছিলেন আরেক টেনিস খেলোয়াড় ক্যারলিন ওজনিয়াকি৷ পপস্টারের হাত ধরে কোমরও দোলালেন ৩৩ বর্ষীয় মার্কিন তারকা সেরেনা৷ দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত৷ অল ইংল্যান্ড ক্লাবে প্রথম রাউন্ডে সেরেনার প্রতিপক্ষ মার্গারিটা গ্যাসপারিয়ান৷ তবে ঘাসের কোর্টে নামার আগে সম্পূর্ণ চিন্তামুক্ত তিনি৷ তাই গানবাজনা দিয়ে ‘রিল্যাক্স’ মেজাজেই কাটালেন শনিবারের সন্ধেটা৷ তবে রবিবারই অনুশীলনে ফিরলেন তিনি৷ অস্ট্রেলিয়ান ও ফরাসি ওপেন জয়ের পর মরশুমের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম ট্রফি ঝুলিতে ভরতে মরিয়া সেরেনা৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ