টেকনাফে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। বুধবার রাত সাড়ে ১২টায় টেকনাফ বন্দর সংলগ্ন নাফ নদীর তীর থেকে পরিত্যক্ত অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান নাফ নদীর টেকনাফ বন্দর পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করছে, এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। পাচারকারীরা বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তল্লাশি চালিয়ে একটি পলিথিন ব্যাগ থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।