কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী ও ১২ মামলার পলাতক আসামি মোহম্মদ হাসিম ওরফে পুয়া মাঝিকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুর আড়াইটার দিকে সাবরাং পেন্ডল পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। হাসিম সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ডাঙ্গার পাড়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার বলেছেন, সকালে পুলিশের একটি বিশেষ টিম সাবরাং পেন্ডল পাড়ার একটি আকাশ মণি বাগানে অভিযান চালিয়ে হাসিমকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, সে দীর্ঘদিন ধরে সাগর পথে মানবপাচারের কাজ চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে চট্টগ্রাম ও টেকনাফ থানায় এক ডজন মামলা রয়েছে। ঐসব মামলায় গ্রেফতার দেখিয়ে কক্সবাজার কারাগারে প্রেরণ করে রিমান্ডের আবেদন করা হবে
পোস্টটি যতজন পড়েছেন : ৭৬