বিশ্বকাপ ব্যর্থতার জের ধরে পাকিস্তানের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন বাবর আজম। ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান সেমিফাইনালে উঠতে না পারার ব্যর্থতার দায় কাঁধে নিয়ে তিন ফরম্যাটেরই অধিনায়কত্ব থেকে সরে গেছেন দলের সেরা ব্যাটার।
বাবরের অধিনায়কত্ব নিয়ে অনেকদিন থেকেই নানা সমালোচনা চলছে। কিন্তু ব্যাটার হিসেবে তার মান নিয়ে প্রশ্ন ওঠেনি কখনোই। তবে, এবার টি-টোয়েন্টি দলে বাবরের থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানেরই দুই খেলোয়াড়।
পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম ও সাবেক পেসার মোহাম্মদ আমির পাকিস্তানের টি-টোয়েন্টি দলে বাবর আজমের জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে দলে জায়গা পাওয়াই যোগ্য নন বাবর।
ওয়ানডে ও টেস্টের পাশাপাশি টি-টোয়েন্টিরও আর অধিনায়ক নন বাবর। দায়িত্ব ছাড়ার পরেই বাবরের বিরুদ্ধে মুখ খুললেন তারই এক সময়ের এই দুই সতীর্থ। স্থানীয় এক টিভি চ্যানেলে ইমাদ জানান, ‘কঠিন সিদ্ধান্ত’ হলেও বাবরকে টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা দেওয়া উচিত নয়।