[english_date]

টানা বর্ষণের স্থবিরতা আমদানি-রপ্তানি বাণিজ্যে

মৌসুমি বায়ুর পাশাপাশি সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বৃহত্তর চট্টগ্রামে চলতি জুলাই মাসে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এর মধ্যে গত চারদিনের প্রতিদিনই বিভিন্ন স্থানে আড়াইশ থেকে তিনশ’ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আর এ টানা বৃষ্টির ফলে যেমন বন্যা কিংবা জলাবদ্ধতা দেখা দিয়েছে, তেমনি স্থবিরতা দেখা দিয়েছে বন্দরকেন্দ্রিক আমদানি-রপ্তানি বাণিজ্য।

উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় মৌসুমি বায়ু সক্রিয় থাকায় জুলাই মাসের মাঝামাঝিতে শুরু হয় টানা বর্ষণ। কিন্তু তার সাথে সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাব যুক্ত হওয়ায় বৃষ্টির পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। গত ২৩ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত শুধুমাত্র চট্টগ্রাম শহরেই ৮শ’ ৯৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এছাড়া বান্দরবানে ৩শ’ ৭৫ মিলিমিটার, রাঙ্গামাটিতে ৩শ’ ৩৫ মিলিমিটার, লামায় ৪শ’ ৭৫ মিলিমিটার, কক্সবাজারে ৪শ’ ৯ মিলিমিটার এবং টেকনাফে ৩শ’ ৭১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গত বছর পুরো জুলাই মাসে চট্টগ্রামে ৭শ’ ২৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিলো।  

আবহাওয়া অধিদপ্তরের উপ পরিচালক সন্তোষ চন্দ্র মাতব্বর বলেন, ‘উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলেই চট্টগ্রামে অস্বাভাবিক হারে বেড়েছে বৃষ্টিপাতের পরিমাণ। ‘ টানা প্রবল বর্ষণের ফলে বৃহত্তর চট্টগ্রামের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।  নগরীতে জলাবদ্ধতা সৃষ্টির পাশাপাশি আশপাশের জলোগুলোতে বন্যা দেখা দেয়। ভুক্তভোগীরা জানান, টানা বৃষ্টিপাতের ফলে স্বাভাবিক জীবনযাপনে ভোগান্তি নেমে এসেছে। দৈনন্দিন কাজকর্ম করা যাচ্ছে না।

এদিকে এ টানা বর্ষণের ফলে স্থবিরতা নেমে আসে বন্দরকেন্দ্রিক আমদানি-রপ্তানি বাণিজ্যে। বিশেষ করে বৃষ্টির কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে অবস্থানরত মাদার ভ্যাসেল থেকে পণ্য আনতে পারেনি লাইটারেজ জাহাজগুলো। কন্টেইনার হ্যান্ডলিংয়েও সৃষ্টি হয় জটিলতা। ওয়াটার ট্রান্সপোর্ট সেলের যুগ্ম আহবায়ক শফিক আহমেদ জানান, ‘বৃষ্টিপাতের কারণে জুলাই মাসে জাহাজে মাল লোড করা যায়নি। এর ফলে প্রতিদিন প্রায় ১ কোটি টাকার মতো ক্ষতি হচ্ছে। ‘

সিএমএ-সিজিএম বাংলাদেশ শিপিং লিমিটেডের মহা ব্যবস্থাপক (অপারেশন) ওয়াহিদ আলম বলেন, ‘অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে পণ্য জাহাজ থেকে খালাস হতে পারেনি। আবার কিছু পণ্য সময় মতো বন্দরে প্রবেশ করতে পারেনি। ফলে পণ্য ডেলিভারিতেও দীর্ঘ সময় লাগছে। ‘ ২০১২ সালের ২৬ জুন চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ৪শ’ ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটিই সাম্প্রতিক সময়ে বৃহত্তর চট্টগ্রামে একদিনে রেকর্ড বৃষ্টিপাত।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ