ভারতের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টাটার যাত্রীবাহি যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা লিওনেল মেসি। আর্জেন্টিনার এ ফুটবলার এখন থেকে সারা পৃথিবীতে টাটার গাড়ির প্রচার চালাবেন।
বর্তমান প্রজন্মের অন্যতম সেরা এ ফুটবলারকে নিজেদের পণ্যের দূত হিসেবে পেয়ে বেজায় খুশি টাটা মোটরস কোম্পানি। শুধু মেসির নাম যুক্ত থাকার কারণেই পৃথিবীতে কত শত পণ্যের ব্যবসা যে চলছে তার হিসাব পাওয়া দুষ্কর বৈকি।
সারা বিশ্বে মেসির অসংখ্য ভক্তদের মধ্যে তাদের পণ্য সাড়া ফেলতে পারবে বলেও মনে করছে প্রতিষ্ঠানটি।
শিগগিরই নতুন পণ্যদূতকে নিয়ে প্রথম বিজ্ঞাপন চিত্রায়ণ শুরু করবে বলেও জানিয়েছে টাটা। অন্যদিকে প্রথমবারের মতো কোনো ভারতীয় প্রতিষ্ঠানের পণ্যদূত হতে পেরে মেসি নিজেও খুশি।
এ বিষয়ে টাটার কর্মকর্তা মায়াঙ্ক পারেখ বলেন, ‘(পণ্যদূত হিসেবে) আমরা ফুটবলারকে বেছে নিয়েছি কারণ ফুটবলের মাধ্যমে বর্তমান প্রজন্মের কাছে পৌঁছানো সম্ভব। ভারতে মেসি ও ফুটবলের প্রচুর ভক্ত রয়েছে। মেসি একজন বিজয়ী, আত্মবিশ্বাসে ভরপুর ও তরুণ প্রজন্মের আইকন। মেসিকে পণ্যদূত হিসেবে পেয়ে তাই গর্বিত আমরা। তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করেছি।’
উল্লেখ্য, এক গবেষণায় দেখা গেছে, কোনো পণ্য কেনার আগে প্রত্যেক ক্রেতা গড়ে অন্তত আড়াইটি পণ্য যাচাই করে থাকে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।