৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা মো. আলিমুজ্জামান।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী গামছা এবং আওয়ামী লীগের প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারী নৌকা প্রতীক পেয়েছেন। এছাড়াও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এর প্রার্থী আতাউর রহমান টেলিভিশন ও ন্যাশনাল পিপলস পার্টির ইমরুল কায়েস পেয়েছেন আম প্রতীক।

আগামী ১০ নভেম্বর নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর ঋণ খেলাপির দায়ে কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন সিদ্দিকীসহ চারজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। এরপর ১৮ অক্টোবর তাদের আপিল নাকচ করে দেয় নির্বাচন কমিশনও।

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ও প্রার্থিতা ফিরে পেতে ২০ অক্টোবর হাইকোর্টে রিট আবেদন করেন কাদের সিদ্দিকী। বুধবার ওই রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্ট কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ