[english_date]

৩১ জানুয়ারি পর্যন্ত স্থগিত টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচন স্থগিত

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচন আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
নির্বাচনের প্রার্থী আবদুল কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে নির্বাচন কমিশনের করা আবেদনের ওপর সোমবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হয়।
এ বিষয়ে হাই কোর্টের দেয়া আদেশ স্থগিতের জন্য নির্বাচন কমিশনের করা আবেদনের নিষ্পত্তি করে দিয়ে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ সোমবার এই আদেশ দেয়।
কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কেন ‘আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না’- তা জানতে চেয়ে গত ২১ অক্টোবর রুল দিয়েছিল হাইকোর্ট।
সেই রুলের নিষ্পত্তির জন্যই আপিল বিভাগ ৩১ জানুয়ারি পর্যন্ত সময় ঠিক করে দিয়েছে বলে কাদের সিদ্দিকীর আইনজীবী এ জে মোহাম্মদ আলী জানান।
তিনি বলেন, “বিচাপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন হাই কোর্ট বেঞ্চে এই রুল শুনানি হবে। ওই সময় পর্যন্ত নির্বাচন স্থগিত থাকবে।”
আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হওয়ার পর আবদুল লতিফ সিদ্দিকী সাংসদ পদ থেকে পদত্যাগ করায় টাঙ্গাইল-৪ আসন শূন্য হয়। সেখানে উপনির্বাচনের তফসিল ঘোষণা করলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী মনোনয়নপত্র জমা দেন। এই উপনির্বাচনে ভোট গ্রহণের তারিখ আগামী ১০ নভেম্বর।
১৩ অক্টোবর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র ঋণ খেলাপের অভিযোগে বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। কাদের সিদ্দিকী নির্বাচন কমিশনে আপিল করলে ১৮ অক্টোবর তাও খারিজ হয়। এরপর তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হন। ২১ অক্টোবর হাইকোর্ট এক আদেশে বলেন, কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ। ২২ অক্টোবর তিনি প্রতীক বরাদ্দ পান।
হাইকোর্টের ওই আদেশ স্থগিতের জন্য আপিল বিভাগে আবেদন করে নির্বাচন কমিশন। ২৭ অক্টোবর ওই আবেদনের শুনানি হয়। চেম্বার আদালত নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশনের আবেদন ২ নভেম্বর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ