৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে বাস খাদে ঘটনাস্থলেই নিহত ১ আহত ২০

আর্থনিউজ২৪:  

টাঙ্গাইলে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে বাস খাদে [review]পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ২০ যাত্রী। আজ শুক্রবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগরজলফৈ বাইপাসে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ওসমান গনি (৪০) সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার কুনকুনিয়া গ্রামের বাসিন্দা।

জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট আসাদুজ্জামান আসাদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী যাত্রীবাহী বাসটি বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাককে সাইড দিতে গিয়ে পাশের খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে।

এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের রেকার দিয়ে বাসটি খাদ থেকে ওঠানো হয়।   

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ