[english_date]

টাঙ্গাইলে মাদকবিরোধী আলোচনাসভা

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর এলাকায় মাদকবিরোধী আলোচনাসভা করা হয়েছে। এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

 

শনিবার (২১ জানুয়ারি) বিকেলে এসো কর্ম করি নামের একটি সামাজিক সংগঠনের আয়োজনে ওই মাদকবিরোধী আলোচনাসভা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ। এসো করি সামাজিক সংগঠনের সভাপতি লুৎফর রহমান অরেঞ্জের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামালসহ স্থানীয় রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

 

এ সময় সংসদ সদস্য খান আহমেদ শুভ যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে নিজেকে বাঁচাতে খেলাধুলাসহ নানা ধরনের সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত থাকার আহ্বান জানিয়েছেন।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার মাদকের ভয়াবহতা নিয়ে আলোচনা করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ