১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে ছেলের সামনে মা’কে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, নিহত ২

 

টাঙ্গাইলে ছেলের সামনে মাকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে ২ জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় আরও ৪ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেলে ঘাটাইল উপজেলার হামিদপুরে এ ঘটনা ঘটে।

আসামিদের গ্রেফতারের দাবিতে শ্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে কালিহাতির দিকে যায় স্থানীয়রা। এ সময় মিছিলে বাধা দেয় পুলিশ। 

একপর্যায়ে তাদের ওপর লাঠিচার্জ করা হয়। বিক্ষুব্ধ জনতাও পাল্টা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছোঁড়ে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এসময় আশপাশের দোকানপাট ভাংচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫০ রাউন্ড গুলি ছোঁড়ে পুলিশ। 

এ সময় গুলিবিদ্ধ ৬ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে ফারুক নামে একজনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় শামীম নামে অপরজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তারও মৃত্যু হয়। এছাড়া এ ঘটনায় পুলিশের ৪ সদস্যও আহত হন।

 

এর আগে ছেলের সামনে মাকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণের অভিযোগ উঠে । এ ঘটনায় পাশবিকতার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। তবে, প্রত্যক্ষদর্শীরা ঘটনার সত্যতা নিশ্চিত করলেও ধর্ষণের অভিযোগ অস্বীকার করছে পুলিশ। অবশ্য, মামলা দায়েরের পর সাবেক এক ইউপি চেয়ারম্যানের ছেলেসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

নির্যাতিতার স্বজনরা জানায়, গত ১৫ সেপ্টেম্বর ঘাটাইল উপজেলার নিজ বাড়ি থেকে আল-আমিন ও তার মাকে জোরপূর্বক কালিহাতি উপজেলার সাতুটিয়া এলাকার তুলে নিয়ে যায় স্থানীয় রফিকুল ইসলাম রোমা ও তার সহযোগীরা। সেখানে একটি ঘরে তাদের আটকে রেখে বিবস্ত্র করে বেধড়ক মারধর করা হয়। পরে আল-আমিনের মাকে ধর্ষণ করে বখাটে রোমা। খবর পেয়ে, ঘটনাস্থলে গিয়ে ধর্ষিতা ও তার ছেলেকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

এদিকে, এ ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। এসময় তারা অভিযোগ করেন, ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করে বর্বরতার সঙ্গে জড়িতদের বাঁচাতে অপচেষ্টা চালাচ্ছে পুলিশ।

তবে, বিবস্ত্র করে মারধরের বিষয়টি স্বীকার করলেও ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি কালিহাতি থানার উপ-পরিদর্শক আবুল বাশার।

এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত রোমাসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ