[english_date]

টাইটানিকের বিস্কুট বিক্রি হল ২৩ হাজার ডলারে

টাইটানিক জাহাজে যাত্রীদের দেওয়া হয়েছিল এই বিস্কুটটি। কোম্পানির নাম ছিল স্ফিলার্স অ্যান্ড বেকার্স। আর তাদের ওই বিস্কুটের ব্র্যান্ডের নাম ছিল পাইলট।
নামের জন্যই বোধহয়, ১০৩ বছর ধরে অক্ষত অবস্থায় ”বেঁচে” ছিল বিস্কুটি। না, এক শতকেও ওই বিস্কুটে কামড় বসাননি কেউ। সেটাই এবার নিলাম হল ইংল্যান্ডে।
আর নিলামে ওই একটি বিস্কুট বিক্রি হল কিনা ২৩ হাজার ডলারে! বিস্কুটটি যে যাত্রীকে দেওয়া হয়েছিল তাঁর নাম জেমস ফেনউইক। টাইটানিক যখন ডুবছে, তিনি কোনওরকমে উঠতে পেরেছিলেন কার্পেথিয়া নামের ভেসেলটিতে। অথৈ সমুদ্রে পড়েও বিস্কুটটি খাননি তিনি। রেখে দিয়েছিলেন যত্ন করে। আর আজ ১০৩ বছর পর সেই বিস্কুটটিই নিলামে বিক্রি হল এত দামে। 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ