![](https://earthnews24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মেগাস্টার অমিতাভ বচ্চনকে মহারাষ্ট্রের বাঘ সংরক্ষণের ব্র্যান্ড অ্যাম্বাসাডর বানানো হয়েছে | সঞ্জয় গান্ধী ন্যাশানাল পার্কের সাফারি দিয়ে উনি ওঁর কাজ শুরু করলেন | ওঁর সঙ্গে বেশ কিছু নেতা এবং রাজনীতিবিদরাও ছিলেন এই সাফারিতে | জঙ্গল সাফারি বেশ সফল হয় | কারণ ওঁরা বেশ কয়েকটা বাঘ দেখতে পান | এমনকি একটা বাঘ ওঁদের বাস ৪ কিলোমিটার অব্দি অনুসরণও করে | একঘন্টা জঙ্গলে ঘোরার পর অমিতাভ উপস্থিত সবার সঙ্গে বাঘ সংরক্ষণ নিয়ে আলোচনা করলেন |
অমিতাভ বলেছেন‚ ‘আমি এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে নিজেকে ধন্য মনে করছি | আমার দ্বারা যদি কোন সাহায্য হয় আমি করবো | আমি মুম্বাইতে ৬৫ বছর আছি | কিন্তু জঙ্গলে গিয়ে আমি এমন সব জিনিস দেখেছি যা আগে কোনদিন দেখি নি | আমি সত্যিই গর্বিত | কারণ মুম্বাইয়ের মাঝখানে যে এমন একটা ন্যাশানাল পার্ক থাকতে পারে তা না দেখলে বিশ্বাস করা যায় না | বাঘের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে | তাই সবাইকে অনুরোধ করছি এইরকম প্রয়াসের সঙ্গে সবাই যুক্ত হন |‘
পরে এই ঘটনার কথা উনি টুইট করে সবাইকে জানান | সঙ্গে বাঘের ছবিও লাগিয়েছেন উনি |