বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান রবি’র লোগা সম্বলিত নতুন জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম আনুষ্ঠানিকভাবে এ জার্সি উন্মোচন করা হয়।
জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, বিসিবির সহ-সভাপতি মাহবুব আনাম, ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়।
এছাড়া পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান রবি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সুপুন বিরাসিংহে ও চিফ অপারেটিং অফিসার মাহাতাবউদ্দিন আহমেদ।
জার্সি উন্মোচন করার পর জাতীয় দলের ক্রিকেটাররা গায়ে নতুন জার্সি জড়িয়ে অতিথিদের সঙ্গে ক্যামেরাবন্দী হন। এসময় ক্রিকেটারদের মধ্যে উপস্থিত ছিলেন মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ও রুবেল হোসেন।কে
আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সরশিপ কিনে নেয় মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি। টাইগারদের সঙ্গে প্রথমবারের মতো সম্পৃক্ত করতে পেরে নিজেদের গর্বিত মনে করেন রবির চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দীন।