৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

টস জিতে ব্যাটিংয়ে নেমেছে সফরকারী দক্ষিণ আফ্রিকা

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয়েছে দুই দলের মধ্যকার টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি। প্রোটিয়াদের হয়ে ওপেনিংয়ে নেমেছেন ডিন এলগার ও স্টিয়ান ভ্যান জিল। অন্যদিকে বাংলাদেশের হয়ে টেস্টে অভিষেক হয়েছে পেসার মুস্তাফিজুর রহমানের। সবশেষ প্রোটিয়াদের সংগ্রহ ২ ওভারে বিনা উইকেটে ১৮ রান।  

২০০২ থেকে ২০০৮ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ হোম অ্যান্ড অ্যাওয়ের ভিত্তিতে ৪টি সিরিজে মোট ৮টি টেস্ট খেলেছে। প্রোটিয়াদের বিপক্ষে সবগুলো টেস্টেই বড় ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। তবে, এবার সাদা পোশাকে নিজেদের সেরাটা দিয়ে সফরকারীদের বিপক্ষে ভাল সূচনা চায় টাইগাররা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ শহীদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ: ডিন এলগার, ফাফ ডু প্লেসিস, হাশিম আমলা (অধিনায়ক), জেপি ডুমিনি, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), স্টিয়ান ভ্যান জিল, ভারনন ফিলান্ডার, সিমন হারমার, মরনে মরকেল, ডেল স্টেইন ও টেমবা বাভুমা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ