৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

টয়লেট দিবসের পোস্ট দিয়ে কাকে খোঁচা দিলেন অপু?

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের সাবেক দুই স্ত্রীর কথার লড়াই যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না। বিরোধের এই নতুন অধ্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যম যেন রূপ নিয়েছে ভার্চুয়াল যুদ্ধক্ষেত্রে! কাদা ছোড়াছুড়ির নতুন উদাহরণ এসেছে এবার একটি বিশেষ দিনের পোস্ট ঘিরে।
২০ নভেম্বর ছিল চিত্রনায়িকা বুবলীর জন্মদিন। সেই দিন ঘরোয়া আয়োজনে কেক কেটে দিনটি উদযাপন করেছেন তিনি। জন্মদিনের পোস্টে ভক্তদের ভালোবাসায় ভেসে যান বুবলী। তবে ঘটনা জমে উঠল, যখন তিন দিন পর, ২৪ নভেম্বর, অপুর ‘লেট পোস্ট’ হাজির!
অপু বিশ্বাস সরাসরি কারো নাম না নিলেও, তার এই পোস্টে থাকা হাসির ইমোজি এবং টয়লেট ডে’র উল্লেখ সবাইকে ভাবিয়ে তুলেছে—এটা কি শুধুই কাকতালীয়, নাকি সরাসরি ইঙ্গিত? যদিও পোস্টটি অপুর ভেরিফায়েড আইডি থেকে আসেনি, তবুও ভক্তরা ধরে নিয়েছেন—এটা নিশ্চয়ই বুবলীকে নিয়েই! আর কেবল নেটিজেনরাই নয়, অপু-বুবলীর এই ভার্চুয়াল যুদ্ধে অংশ নিয়েছেন তাদের ভক্তরাও। যেন টুইটার আর ফেসবুক মিলে তৈরি করেছে দুই শিবির!
এটা অবশ্য প্রথমবার নয়। ২০২২ সালেও বুবলীর জন্মদিনে এক খোঁচা দিয়েছিলেন অপু। তখন বুবলী জানিয়েছিলেন, শাকিব খানের কাছ থেকে ডায়মন্ডের নাকফুল উপহার পেয়েছেন। আর সেই খবর শেয়ার করে অপু লিখেছিলেন, ‘কী যে মজা!’
তবে নেটিজেনরা এই কাদা ছোড়াছুড়ি নিয়ে ভালো নেই। কেউ বলছেন, ‘আপনাদের হিংসা কমছে না!’ আরেকজন তো সরাসরিই বললেন, ‘প্লিজ, আপনাদের ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষকে বিরক্ত করা বন্ধ করুন।’
ঢালিউডের এই দুই নায়িকার সম্পর্ক ঠিক যেন পুরোনো সিনেমার সেই সাপে-নেউলে গল্প। দুইজনের দ্বন্দ্বের মাঝখানে সবসময় থাকেন এক এবং অদ্বিতীয় শাকিব খান! একে তো ঢালিউড কিং, তার ওপর তিনি যেন এই গল্পের চিরন্তন ‘হিরো’!
কখন থামবে এই খোঁচাখুঁচি? আদৌ থামবে কি? নাকি ঢালিউডের নতুন কোনো কিস্তি নিয়ে আবার আসবে নতুন উত্তেজনা? উত্তর জানাবে শুধু সময়। তবে নেটিজেনরা চাইছেন যেন অচিরেই শেষ হয় এই খোঁচাখুঁচি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ