২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের জোর ইজতেমা

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের ৫ দিনব্যাপী  জোর ইজতেমা আগামী ২০ নভেম্বর থেকে শুরু হবে। জোর ইজতেমায় তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বীদের জিকির আসকার ও আগামী বছরের বিশ্ব ইজতেমার প্রস্তুতি সম্পর্কে আলোচনা করা হবে। এরপরই হবে ২০১৬ সালের ৮ জানুয়ারি থেকে শুরু হওয়া দুই পর্বের বিশ্ব ইজতেমার মাঠ তৈরির কাজ। 
ইজতেমা ময়দানের মুরুব্বী মাওলানা গিয়াস উদ্দিন বলেন, আগামি বছরের ৮ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি প্রথম পর্ব এবং ৪ দিন  বিরতির পর ১৫ জানুয়ারি ২য় পর্বের বিশ্ব ইজতেমা শুরু হয়ে ১৭ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে।তিনি আরো বলেন, দুই পর্বের বিশ্ব ইজতেমায় এবার দেশ বিদেশের অর্ধকোটি মুসল্লি সমবেত হবেন বলে আশা করছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ