ঝিনাইদহ শহরে তরিকুল ইসলাম (২৮) নামে স্বেচ্ছাসেবক লীগের কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের ষাটবাড়িয়ায় এ হত্যার ঘটনা ঘটে। তরিকুল ঝিনাইদহ শহরের বেপারীপাড়ার আব্দুল মজিদের ছেলে। তিনি স্বেচ্ছাসেবক লীগের কর্মী হিসেবে পরিচিতি। হত্যার ঘটনার বিষয় নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ।
স্থানীয়রা জানায়, জেল থেকে বের হয়ে আসা এক বন্ধুর সঙ্গে দেখা করতে যুবলীগকর্মী তরিকুল রাত নয়টার দিকে শহরের ষাটবাড়িয়া এলাকায় যান। ওই এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে চলে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। ওসি বিপ্লব কুমার নাথ জানান, হত্যার কারণ জানা যায়নি। এদিকে ঘটনার পরেই আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবকলীগকর্মীরা শহরে প্রতিবাদ মিছিল করে।
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু জানান, তরিকুল ইসলাম স্বেচ্ছাসেবক লীগের পৌর কমিটির কর্মী ছিল। শহরের একদল চিহ্নিত সন্ত্রাসী তাকে কুপিয়ে নৃশংসভাবে খুন করেছে। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।