আব্দুল্লাহ আল মামুন, ঝিনাইদহ॥
সরকারী কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবিতে ঝিনাইদহের ছয় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৩ নভেম্বর সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত স্ব-স্ব পৌরসভা চত্বরে অবস্থান নিয়ে এই কর্মবিরতি পালন করছেন তারা।
ঝিনাইদহ সদর, কালীগঞ্জ, মহেশপুর, কোটচাঁদপুর, শৈলকুপা ও হরিনাকুন্ডু উপজেলার পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা পৌর ভবণের সামনে বসে সকাল ৯টা হতে ৫টা পর্যন্ত কর্মবিরতি দিয়ে পৌরসভা প্রাঙ্গণে অবস্থান নেয় তারা। এসময় পৌর কাউন্সিলর এসোসিয়েশন জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম মধু, বাংলাদেশ পৌরসভা সার্ভিসেস এসোসিয়েশন জেলা শাখার সভাপতি আছাদুজ্জামান চাঁন, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, পৌরসভার সচিব আজমল হোসেন, পৌরসভা সার্ভিসেস এসোসিয়েশন জেলা শাখার সদস্য বদর উদ্দিন, বি এম আব্দুল মজিদ, রুহুল আমীন, সেলিম রেজা, শাহিনুর ইসলাম, নাজির, অঞ্জলী রানী বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, সারাদেশের বিভিন্ন পৌরসভায় ৫ মাস থেকে ৫০ মাস পর্যন্ত বেতন-ভাতা বকেয়া রয়েছে। অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরাও পৌরসভার আর্থিক দুরবস্থার কারণে অবসর কালীন পাওনাদি পাচ্ছেন না। অর্থের অভাবে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পরিবার-পরিজন নিয়ে অর্ধাহারে-অনাহারে জীবনযাপন করছেন। নিজেদের জন্য প্রয়োজনীয় চিকিৎসাও করাতে পারছেন না।
দুর্বিসহ জীবন থেকে মুক্তির জন্য বক্তারা স্থানীয় সরকার বিভাগের অন্যান্য সরকারী প্রতিষ্ঠানের মতো দেশের সব পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা রাষ্ট্রীয় কোষাগার থেকে দিতে সরকারের কাছে দাবি জানান।