জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
শহুরে জীবনে গ্রামীণ আবহ আনতে ঝিনাইদহে উদযাপিত হলো নবান্ন উৎসব। জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা কৃষি অফিসের সহযোগীতায় সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নের ভড়–য়াপাড়া গ্রামে এ উপলক্ষে আয়োজন করা হয় নানান অনুষ্ঠান। দিনব্যাপী ওই গ্রামে একটি র্যালী বের করা হয়। র্যালীটি গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কৃষকেরা জমিতে ধান কেটে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক জাকির হোসেন। পাগলা কানাই ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ডা: কানিজ হোসেন জাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, জেলা কালাচারাল অফিসার জসিম উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মোঃ মনিরুজ্জামান। পরে ভড়–য়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় গ্রাম বাংলার ঐহিত্যবাহী লাঠিখেলা। উৎসবকে বরণ করে নিয়ে অনুষ্ঠানস্থলে হাজির হয় কয়েকগ্রামের নারী পুরুষ। সেখানে রকমারি পিঠার পসরা সাজিয়ে স্টলও দিয়েছিলেন অনেকে। এসব স্টলগুলোতে সব বয়সের নারী পুরুষদের শীতকালীন পিঠা খেতে দেখা গেছে। পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে গান নাচ আবৃত্তি পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা। বাংলার ঋতু বৈচিত্রকে মাথায় রেখে পরিবেশিত হয় গান নাচ আবৃতি। এসময় ভিড় করেন সব বয়স ও শ্রেণি পেশার মানুষ।
ঝিনাইদহে নানা আয়োজনে উদযাপিত হলো নবান্ন উৎসব

OLYMPUS DIGITAL CAMERA