[english_date]

ঝিনাইদহের কালীগঞ্জে ব্যাংকের নিরাপত্তাকর্মী লাশ উদ্ধার

ঝিনাইদহে নির্বাচনের প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০ জন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মধুগঞ্জ বাজারের আইএফআইসি ব্যাংকের নিরাপত্তাকর্মী লাশ উদ্ধার করেছে পুলিশ।

তাঁর নাম ইসলাম উদ্দিন (৫৫)।

আজ রবিবার বেলা ১১টার দিকে ব্যাংকের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ইসলাম উদ্দিনের বাড়ি ঝিনাইদহ জেলায়।

এ নিয়ে আইএফআইসি ব্যাংকের সেকেন্ড অফিসার জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সকাল ১০টার দিকে আমরা ব্যাংকে এসে নিরাপত্তা রক্ষী ইসলাম উদ্দিনকে দরজা খোলার জন্য ডাকতে থাকি। কিন্তু তার কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না।

তিনি আরও জানান, এরপরে দরজার ফাঁক দিয়ে দেখা যায়-তিনি চেয়ারের ওপর পড়ে আছেন। পরে পুলিশের সহযোগিতায় দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করা হয়।’

ভেতর থেকে তালা লাগানো ছিল। ব্যাংক থেকে কোনো কিছু খোয়া যায়নি। ধারণা করা হচ্ছে, হৃদরোগে তার মৃত্যু হয়েছে বলে জানান  কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ