[english_date]

ঝালকাঠির কাঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

ঝালকাঠির কাঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত সাইফুল (২৫) নামে এক যুবক বরিশালে মারা গেছেন।
গতকাল বুধবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। এর আগে, বিকেলে কাঠালিয়ায় উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। নিহত সাইফুল কাঠালিয়া উপজেলার ছিটকি গ্রামের বাসিন্দা আব্দুল কাদেরের ছেলে।
নিহতের স্বজন সজীব জানান, বিকেলে সদ্য কেনা মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হন সাইফুল। বাড়ি থেকে দূরবর্তী স্থানে সড়কে টেম্পুর সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে আহত হন সাইফুল।
তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে বুধবার রাত ৯টার দিকে সাইফুলকে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ