৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জ্যাকলিনের অক্ষয়ের ‘ঢিসুম’

জ্যাকলিন আর বরুণ ধাওয়ানের ‘ঢিসুম’ করার কথা ছিল আগে থেকেই। এখন অক্ষয় কুমারও সেখানে যোগ দিতে চলেছেন বলে শোনা যাচ্ছে। না, ভয় পাবেন না, কোনও লড়াই-ঝগড়ার কথা বলা হচ্ছে না। ‘ঢিসুম’ হল বরুন-জ্যাকলিনের নতুন ছবি, যেটা পরিচালনা করছেন বরুণেরই ভাই রোহিত ধাওয়ান। ‘ঢিসুম’ ছবির শুটিং গতকাল শুরু হয়ে গেছে, এবং ছবিতে আছেন আরও এক আকর্ষনীয় তারকা জন আব্রাহাম।

রোহিতের পরিচালনায় ‘দেশি বয়েজ’ ছবিতে আগেও অভিনয় করেছিলেন অক্ষয়। তাই পছন্দের এই অভিনেতাকে নিয়ে রোহিতের আরও একবার কাজ করার ইচ্ছে ছিল, সেইজন্যই ‘ঢিসুম’-এ অক্ষয়যোগের সম্ভাবনা। অক্ষয়ের আপকামিং ফিল্ম ‘ব্রাদার্স’-এও তাঁর বিপরীতে আছেন জ্যাকলিন, তাই ‘ঢিসুম’-এ তাঁদের কেমিস্ট্রি যে আরও মজবুত হবে তা বলাই যায়।

এখন দেখা যাক ব্যস্ত শিডিউল থেকে আক্কি সময় বের করতে পারেন কিনা ‘ঢিসুম’-এর জন্য।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ