নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের প্রতিভাবান শিল্পীদের মধ্যে আকলিমা মুক্তা নামটি খুবই পরিচিত। টিভি, রেডিও এবং মঞ্চে মেলোডি সিংগার হিসেবে রয়েছে তার যথেষ্ট খ্যাতি। মুক্তা একজন কন্ঠ শিল্পীর পাশাপাশি বেতার টিভিতে তালিকাভুক্ত গীতিকার এবং সুরকার। তার গজল সংগীতের পারদর্শীতার কথা বলেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি দেশবরেণ্য কণ্ঠশিল্পী চট্টগ্রামের সন্তান রবি চৌধুরী।
গত ২৫ আগস্ট রবিবার নগরীর থিয়েটার ইন্সটিটিউটে বেতার, টেলিভিশন ও মঞ্চের জনপ্রিয় শিল্পী আকলিমা মুক্তার “জোছনা” শিরোনামে ২ টি গানের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশ বরেণ্য জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট রিয়াজ হায়দার চৌধুরী।অনুষ্ঠানে সভাপতি ছিলেন বিশিষ্ট গীতিকার, সুরকার ও শিল্পী ইথুন বাবু। প্রধান অতিথি রবি চৌধুরী বলেন, আকলিমা চট্টগ্রামের মেয়ে, আমি তার সাথে অনেকবার বিভিন্ন মঞ্চে গান করেছি। ইথুন বাবুর সুর ও সঙ্গীতে সে যে মানের গান করেছে আমি অভিভূত। আমি নিজেও তার জন্যে গান তৈরি করার ইচ্ছে পোষণ করছি।
অনুষ্ঠানের উদ্বোধক সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী বলেন, ইথুন বাবু অত্যন্ত বড় মাপের একজন সঙ্গীত পরিচালক । তার হাত ধরে বাংলাদেশের অনেক শিল্পী প্রতিষ্ঠা পেয়েছে। এদের মধ্যে চট্টগ্রামের শিল্পী ও রয়েছে অনেক। আজ তার হাত ধরে আকলিমার নতুন পথ চলা শুরু। তার মতো সঙ্গীত পরিচালক চট্টগ্রামে এসে চট্টগ্রামের শিল্পীর গানের মোড়ক উন্মোচন করছে, যা অত্যন্ত আনন্দের এবং চট্টগ্রামকে ভালোবাসার বহিঃপ্রকাশ। অনুষ্ঠানের সভাপতি সঙ্গীত পরিচালক ইথুন বাবু বলেন, জনপ্রিয় শিল্পী আতিক হাসান আমার মাধবী এলবামের মাধ্যমে আজ সুপরিচিত। আতিক হাসানের জনপ্রিয়তার মধ্যদিয়েই চট্টগ্রামের প্রতি আমার ভালবাসার জন্ম। আমি আকলিমার জন্যে যে গান করেছি তা নিঃসন্দেহে শ্রোতাদের মন জয় করবে। আমি চট্টগ্রামের প্রতিভাবান শিল্পীদের জন্যে নিয়মিত গান করতে চাই। অনুষ্ঠানের মধ্যমণি আকলিমা মুক্তা বলেন, আমি ইথুন বাবু ভাইয়ের মত সঙ্গীত পরিচালকের গান করতে পেরে আনন্দিত। আমার বিশ্বাস আমার গান মানুষের ভাল লাগবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুরকার ও সঙ্গীত পরিচালক ফরিদ বঙ্গবাসী, গীতিকার ফারুক হাসান, শিল্পী মুন্না ফারুক, গীতিকার এডভোকেট মোস্তফা নুর, শিল্পী দিদারুল ইসলাম, গীতিকার মোঃ ওবায়দুল্লাহ, গীতিকার মাহবুবুল আলম বাবলু, কণ্ঠশিল্পী রুপা রোজারীন। শুভেচ্ছা বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রউফ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন আঁখি মজুমদার।