৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জেল ভেঙে পালাল প্রায় ১৫০ তালিবান

হামলা চালিয়ে জেল ভেঙে পালাল প্রায় ১৫০ তালিবান। সোমবার ভোরে আফগানিস্তানের গাজনির জেলে এই ঘটনা ঘটেছে। সব মিলিয়ে প্রায় ৩৫০ জেলবন্দি পলাতক। পুলিশ ও নিরাপত্তারক্ষী মিলিয়ে মোট ৪০ জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর।

সোমবার ভোরে জেল চত্বরে আত্মঘাতী হামলা চালায় দুই তালিবান। একটি গাড়ি বোমা ফাটিয়ে তারা ভেঙে দেয় জেলের সদর দরজা। জেলে থাকা প্রায় সব বন্দিই পালিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছে, এদিন ভোর ৩ টে নাগাদ হামলা চালায় তিন তালিবান। প্রায় ৪০০ জেলবন্দিকে মুক্তি করে দেওয়া হয়েছে বলে দাবি তালিবানের। তালিবানের তরফে আরও জানানো হয়েছে, এদিন মোট ৪০ জন কারারক্ষীকে মেরে বন্দিদের বের করে দেওয়া হয়।
গজনি জেলের ডেপুটি গভর্নর মহম্মদ আলি আহমাদি জানিয়েছে, ”মোট ৩৫২ জন বন্দি ছাড়া পেয়ে গিয়েছে। এদের মধ্যে ১৫০ তালিবান।” রাজধানী কাবুল থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে গজনি। জেলে মোট কতজন ছিল তা এখনও স্পষ্ট নয়। প্রেসিডেন্ট আশরাফ ঘানির শাসনের অবসান চেয়ে বারবার হামলা চালাচ্ছে তালিবান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ