সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার কুমিরা এবং সোনাইছড়ির দুই এলাকার জেলাপাড়াতে প্রায় পাঁচশত নিন্ম আয়ের মানুষদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
গতকাল শুক্রবার রাতে কম্বলগুলো দেওয়া হয়। রাতের বেলা হটাৎ কম্বল পেয়ে জেলেপাড়ার গরীব মানুষগুলো বেশ উপকৃত হয় বলে জানান তারা।
কম্বল বিতরণে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল ইসলাম ভুইয়া, উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) মোঃ কামরুজ্জামান, কুমিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোরশেদ হাসান চৌধুরী, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মনির আহমেদ, উপজেলা আইটি কর্মকর্তা সাহিদুল আলম পাপ্পু প্রমুখ।
জেলেদের মাঝে সীতাকুণ্ড প্রশাসনের কম্বল বিতরণ
