জেরুজালেমের বন্দুক হামলায় দুইজন আহত হয়েছেন। এর কয়েক ঘণ্টা আগেই শহরের পূর্ব সেক্টরে একটি সিনাগগের বাইরে একজন ফিলিস্তিনি বন্দুকধারী সাতজনকে হত্যা করে। শনিবার (২৮ জানুয়ারি) এ তথ্য জানায় ইসরায়েলি চিকিৎসকরা। খবর এনডিটিভির।
ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম রেসকিউ ইমার্জেন্সি রেসপন্স সার্ভিসের মুখপাত্র জানান, ‘গুলিবিদ্ধদের মধ্যে ২৩ বছর বয়সী একজনের অবস্থা গুরুতর এবং একজন ৪৭ বছর বয়সী মাঝারি থেকে গুরুতর অবস্থায় রয়েছে, তাদের শরীরের ওপরের অংশে গুলির আঘাতের চিহ্ন রয়েছে।’
এমডিএ পূর্ব জেরুজালেমের ঘটনাটিকে ‘শুটিং সন্ত্রাসী হামলা’ বলে বর্ণনা করেছে। এমডিএ চিকিৎসক ফাদি ডেকিডেক এক বিবৃতিতে বলেন, ‘আমরা দ্রুত ঘটনাস্থলে ছিলাম এবং দুজন বন্দুকের গুলিতে আহতদের দেখতে পেয়েছি।’
দেশটির পুলিশ বলছে, ‘সন্দেহভাজন ব্যক্তিকে প্রতিরোধ করা হয়েছে। তবে সে মারা গেছে নাকি আহত হয়েছে সে বিষয়ে মন্তব্য করেনি।’
শুক্রবার রাতে পূর্ব জেরুজালেম সিনাগগের বাইরে একজন ফিলিস্তিনি বন্দুকধারী সাতজনকে হত্যা করার কয়েক ঘণ্টা পর এই গুলি চালানোর ঘটনা ঘটে। যা এক বছরের মধ্যে শহরের সবচেয়ে মারাত্মক হামলার একটি।