সামনের ৮ই মার্চ শুরু হতে চলেছে আইসিসি বিশ্বকাপ টি২০। এবছর আসর বসছে উপমহাদেশ ভারতে। ফলে আরও বেশি করে সকলের আগ্রহ তৈরি হয়েছে এই বিশ্বকাপ ঘিরে। মোট তিনটি ধাপে ১৬টি দল এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে। দেশের মোট ৭টি শহরে ৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বসবে বিশ্বকাপের আসর। নিচে দেখে নিন, বিশ্বকাপ সম্পর্কিত নানা তথ্য।
কোন গ্রুপে কে রয়েছে
গ্রুপ এ – বাংলাদেশ, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, ওমান
গ্রুপ বি – জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, হংকং, আফগানিস্তান
(এই দুটি গ্রুপের বিজয়ীরা সুপার ১০ এ জায়গা পাবেন)
সুপার ১০ এ কোন দল কোন গ্রুপে রয়েছে
গ্রুপ ১ – শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও গ্রুপ বি-এর বিজয়ী।
গ্রুপ ২ – ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড ও গ্রুর এ-এর বিজয়ী।
ভারতের কোন কোন শহরে ম্যাচ হবে
কলকাতা, বেঙ্গালুরু, ধর্মশালা, মোহালি, মুম্বই, নাগপুর ও নয়াদিল্লিতে।
সময় সূচি
প্রতিটি ম্যাচ বিকেল ৩টে অথবা সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে অনুষ্ঠিত হবে।
সেমিফাইনাল ও ফাইনাল হবে সন্ধ্যা ৭ টা থেকে।
বিশ্বকাপের ম্যাচের সূচী মঙ্গলবার,
৮ মার্চ – জিম্বাবুয়ে বনাম হংকং (বিকেল ৩টে) নাগপুর;
স্কটল্যান্ড বনাম আফগানিস্তান (সন্ধ্যা ৭টা ৩০ মিনিট) নাগপুর বুধবার,
৯ মার্চ – বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস (বিকেল ৩টে) ধর্মশালা; আয়ারল্যান্ড বনাম ওমান (সন্ধ্যা ৭টা ৩০ মিনিট) ধর্মশালা বৃহস্পতিবার,
১০ মার্চ – স্কটল্যান্ড বনাম জিম্বাবুয়ে (বিকেল ৩টে) নাগপুর; হংকং বনাম আফগানিস্তান (সন্ধ্যা ৭টা ৩০ মিনিট) নাগপুর শুক্রবার,
১১ মার্চ – নেদারল্যান্ডস বনাম ওমান (বিকেল ৩টে) ধর্মশালা; বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড (সন্ধ্যা ৭টা ৩০ মিনিট) ধর্মশালা শনিবার,
১২ মার্চ – জিম্বাবোয়ে বনাম আফগানিস্তান (বিকেল ৩টে) নাগপুর; স্কটল্যান্ড বনাম হংকং (সন্ধ্যা ৭টা ৩০ মিনিট) নাগপুর রবিবার,
১৩ মার্চ – নেদারল্যান্ডস বনাম আয়ারল্যান্ড (বিকেল ৩টে) ধর্মশালা; বাংলাদেশ বনাম ওমান (সন্ধ্যা ৭টা ৩০ মিনিট) ধর্মশালা সোমবার,
১৪ মার্চ – বিরতি মঙ্গলবার,
১৫ মার্চ – নিউজিল্যান্ড বনাম ভারত (সন্ধ্যা ৭টা ৩০ মিনিট) নাগপুর বুধবার,
১৬ মার্চ – ওয়েস্টইন্ডিজ বনাম ইংল্যান্ড (বিকেল ৩টে) মুম্বই; পাকিস্তান বনাম এ গ্রুপের কোয়ালিফাই করা দল (সন্ধ্যা ৭টা ৩০ মিনিট) কলকাতা বৃহস্পতিবার,
১৭ মার্চ – শ্রীলঙ্কা বি বনাম গ্রুপের কোয়ালিফাই করা দল (সন্ধ্যা ৭টা ৩০ মিনিট) কলকাতা শুক্রবার,
১৮ মার্চ – অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড (বিকেল ৩টে) ধর্মশালা; দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড (সন্ধ্যা ৭টা ৩০ মিনিট) মুম্বই শনিবার,
১৯ মার্চ – ভারত বনাম পাকিস্তান (সন্ধ্যা ৭টা ৩০ মিনিট) ধর্মশালা রবিবার,
২০ মার্চ – দক্ষিণ আফ্রিকা বনাম বি গ্রুপের কোয়ালিফাই করা দল (বিকেল ৩টে) মুম্বই; শ্রীলঙ্কা বনাম ওয়েস্টইন্ডিজ (সন্ধ্যা ৭টা ৩০ মিনিট) বেঙ্গালুরু সোমবার,
২১ মার্চ – অস্ট্রেলিয়া বনাম এ গ্রুপের কোয়ালিফাই করা দল (সন্ধ্যা ৭টা ৩০ মিনিট) বেঙ্গালুরু মঙ্গলবার,
২২ মার্চ – নিউ জিল্যান্ড বনাম পাকিস্তান (সন্ধ্যা ৭টা ৩০ মিনিট) মোহালি বুধবার, ২৩ মার্চ – ইংল্যান্ড বনাম বি গ্রুপের কোয়ালিফাই করা দল (বিকেল ৩টে) নয়াদিল্লি; ভারত বনাম এ গ্রুপের কোয়ালিফাই করা দল (সন্ধ্যা ৭টা ৩০ মিনিট) বেঙ্গালুরু বৃহস্পতিবার,
২৪ মার্চ – বিরতি শুক্রবার,
২৫ মার্চ – পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া (বিকেল ৩টে) মোহালি; দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ (সন্ধ্যা ৭টা ৩০ মিনিট) নাগপুর শনিবার,
২৬ মার্চ – এ গ্রুপের কোয়ালিফাই করা দল বনাম নিউ জিল্যান্ড (বিকেল ৩টে) কলকাতা; ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা (সন্ধ্যা ৭টা ৩০ মিনিট) দিল্লি রবিবার,
২৭ মার্চ – বি গ্রুপের কোয়ালিফাই করা দল বনাম ওয়েস্ট ইন্ডিজ (বিকেল ৩টে) নাগপুর; ভারত বনাম অস্ট্রেলিয়া (সন্ধ্যা ৭টা ৩০ মিনিট) মোহালি সোমবার,
২৮ মার্চ – দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা (সন্ধ্যা ৭টা ৩০ মিনিট) দিল্লি মঙ্গলবার,
২৯ মার্চ – বিরতি বুধবার,
৩০ মার্চ (প্রথম সেমিফাইনাল) – সুপার ১০-এ প্রথম গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা দল বনাম দ্বিতীয় গ্রুপে প্রথম স্থানে থাকা দল (সন্ধ্যা ৭টা) দিল্লি বৃহস্পতিবার,
৩১ মার্চ (দ্বিতীয় সেমিফাইনাল) – সুপার ১০-এ প্রথম গ্রুপে প্রথম হওয়া দল বনাম দ্বিতীয় গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা দল (সন্ধ্যা ৭টা) মুম্বই শুক্রবার,
১ এপ্রিল – বিরতি শনিবার,
২ এপ্রিল – বিরতি রবিবার,
৩ এপ্রিল – ফাইনাল অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭ টা থেকে কলকাতায়।
বাংলাদেশে থেকে স্টার স্পোর্টস চ্যানেলে এই খেলাগুলো সরাসরি উপভোগ করা যাবে। এছাড়া লাইভ স্কোর দেখতে পাবেন www.starsports.com এ।