রাজধানীর জেনেভা ক্যাম্পে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে তার স্বামী সাহেব আলীকে (৩১) আটক করেছে পুলিশ।
আজ বুধবার বিকেল সাড়ে ৩টায় মোহাম্মদপুর বি ব্লকের জেনেভা ক্যাম্পে বাসার দরজা ভেঙে সারা শরীর দগ্ধ অবস্থায় রানী (২০) নামের গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান জানান, রানীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তাকে পুড়িয়ে মারা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
রানীর ভাই জনির বরাত দিয়ে জানা যায়, আমরা বিহারী। এর আগে রানীর একটা বিয়ে হয়েছিলো। এক বছর আগে ছাড়াছাড়ি হয়। গত পাঁচ মাস আগে সাহেব আলীর সঙ্গে রানীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির লোকজন ওর ওপর অমানুষিক নির্যাতন করে আসছিলো। আজ দুপুরে তারা ওর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দরজা বন্ধ করে দেয় বলে শুনেছি।