স্বামী মার্ক অ্যান্থনির সঙ্গে বিচ্ছেদের পর কেটেছে বেশ কিছুটা সময়। কিন্তু তিনি ‘সিঙ্গল’নন। তাঁর দলের ডান্সার ক্যাসপার স্মার্টের সঙ্গেই বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে মার্কিন গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজকে। তবে মাস কয়েক আগের এক খবরে জানা যায় যে চিড় ধরেছে জেনিফার-ক্যাসপারের সম্পর্কে।
যদিও ৪৫ বছরের সুন্দরী এই সম্পর্ক নিয়ে নিশ্চিত ভাবে কিছু বলছেন না। বরং প্রশ্নের উত্তরে পাল্টা প্রশ্ন করেছেন ‘জীবনে কখনও কি এমন সময়ে এসেছে যখন আপনি কোনও ব্যাপারে নিশ্চিত হতে পারেননি?
ক্যাসপারের সঙ্গে সম্পর্ক নিয়ে নিশ্চিত করে কিছু না বললেও তিরিশ ছুঁই ছুঁই ডান্সারের সঙ্গে সময় কাটাতে তাঁর ভালই লাগে বলে জানিয়েছেন ‘মেইড ইন ম্যানহ্যাটন’এর ‘মারিসা’। তবে এই মুহূর্তে তাঁদের বিয়ের কোনও পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন ‘দ্য ওয়েডিং প্ল্যানার’-এর মেরি।
পোস্টটি যতজন পড়েছেন : ১২৪