৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জেদ্দায় পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

jeddahআমার একুশ মাথা নত না করার। আমার একুশ আমার অহংকার। রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মারক মহান শহীদ দিবস । ১৯৯৯ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ প্রস্তাবে ২১ ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনেরসিদ্ধান্ত গৃহীত হয়।তাই এই রক্তক্ষয়ী দিনটি শুধু শোক ও বেদনার মধ্যে আবদ্ধ নেই । জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বের সকল মানুষের কাছে সার্বজনীন উৎসব ২১শে ফেব্রুয়ারী । সৌদি আরবের জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজী ও বাংলা শাখা পালন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এর ইংরেজী ও বাংলা শাখা পালন করে নানা কর্মসূচী।
২১শে ফেব্রুয়ারী ৮ টা ৩০ মিনিটে কনস্যুলেটে জাতীয় পতাকা অর্ধনমিত করেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল একেএম শহিদুল করিম।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০১৬ উপলক্ষে গনপ্রজাতন্তী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির , প্রধানমন্ত্রীর, পররাষ্ট্রমন্ত্রীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রদও বানী হুবহুব পাঠকরে শুনান যথাক্রমে, মহামান্য রাষ্ট্রপতির প্রদত্ত বানী হুবহু পাঠ করে শুনান কাউন্সিলর হজ্ব আসাদুজ্জামান। মহামান্য প্রধানমন্ত্রীর প্রদত্ত বানী হুবহু পাঠ করে শুনান কাউন্সিলর শ্রম মুকাম্মেল হুসেন, পররাষ্ট্রমন্ত্রীর প্রদত্ত বানী হুবহু পাঠ করে শুনান প্রথম সচিব (হজ্ব ) জহিরুল ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রদও বানী হুবহু পাঠ করে শুনান দ্বিতীয় সচিব (শ্রম ) রেজা-ই-রাব্বি ।এর পর বক্তব্য রাখেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের মান্যবর কনসাল জেনারেল এ কে এম শহিদুল করিম ।

বাংলাদেশ কনস্যুলেটের কনসাল( শ্রম ও শিক্ষা ) রেজায়ে ই রাব্বি,কনসাল আজিজুর রহমান , কানসাল মোকাম্মেল হোসেনের, কনসাল আলতাফ হোসেন সহ বিভিন্ন সামাজিক , রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজী ও বাংলা শাখা পালন করে পৃথক পৃথক কর্মসূচী।অনুষ্ঠানে আলোচনা, গান, কবিতা আবৃত্তি সহ নানা কর্মসূচী পালন করা হয়।
এতে উপস্থিত ছিলেন স্কুলের ইংরেজী ও বাংলা শাখা শিক্ষক শিক্ষিকা, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, স্কুল পরিচালনা পরিষদ এর সদস্য এবং অভিভাবক পরিষদের সদস্যবৃন্দ সহ নানা শ্রেনী ও পেশার প্রবাসী বাংলাদেশী নাগরিকবৃন্দ।

প্রবাসে এই উৎসব আমাদের মনে করিয়ে দেই আমরা জাতি হিসেবে অনেক উঁচু মাপের। কারণ ভাষার জন্য প্রানের এমন বলিদানের ঘটনা বিশ্বের আর কোথাও নেই।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ