বিমানে অতিরিক্ত আপেলের জুস বহন করছিলেন এক নারী। চেকিংয়ের সময় ওই জুস কেড়ে নেওয়ায় তিন কর্মকর্তাকে মারধর করেছেন এক তরুণী। মারধরে অভিযুক্ত নারীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে আমেরিকার ফিনিক্স স্কাই হারবার আন্তর্জাতিক বিমানবন্দরে।
একটি মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মহিলার নাম মাকিয়া কোলম্যান। বয়স প্রায় ১৯। ঘটনাটি ঘটেছে গত ২৫ এপ্রিল। চেকিংয়ের সময় অতিরিক্ত আপেল আপেল জুস নেওয়ার জন্য আপত্তি জানান ফিনিক্স স্কাই হারবার আন্তর্জাতিক বিমানবন্দরের তিন নিরাপত্তারক্ষী। অতিরিক্ত জুসের বোতল নিয়ে বিমানে ওঠা যাবে না বলে জানান তারা। এতে আপত্তি মেনে নিতে পারেননি কোলম্যান। এ নিয়ে তাদের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা।
এসময় ১৯ বছরের ওই নারী তিন নিরাপত্তারক্ষীকে মারধর করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, মারধর করার সময় কোলম্যান এক নিরাপত্তারক্ষীকে কামড়ে দেয়। কনুই দিয়ে একজনের মাথায় আঘাত করেন। আর অন্য আরেক জনকে চুল ধরে ঝাঁকি দিয়েছিলেন।
ঘটনায় ২ জন নিরাপত্তারক্ষী গুরুতর জখম হন বলে জানায় বিমান বন্দর কর্তৃপক্ষ। সঙ্গে সঙ্গে তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
অবস্থা বেগতিক দেখে ফিনিক্স পুলিশকে খবর দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। এরপর পুলিশ এসে মারধরে অভিযুক্ত কোলম্যানকে গ্রেফতার করে।
এদিকে, বিমানবন্দরের তিন নিরাপত্তারক্ষীকে মারধরের ঘটনার তীব্র নিন্দা করেছে স্থানীয় প্রশাসন।
নারী যাত্রীর দ্বারা এই ধরনের হামলা গ্রহণযোগ্য নয় বলে প্রশাসনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। প্রশাসন জানিয়েছে, বিমানবন্দরে যাত্রীদের সুরক্ষায় নিরাপত্তারক্ষীরা দিনরাত কাজ করে চলেছেন। তা সত্ত্বেও এই ধরনের হামলা দুর্ভাগ্যবশত বলে দাবি করা হয়েছে। সেই সঙ্গে অভিযুক্ত মহিলার কড়া শাস্তিরও দাবি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।