[english_date]

জুনিয়র কিং খানকে বলিউডে আমন্ত্রণ করণ জোহরের

বলিউডের কিং খানের ছেলে বলে কথা। জন্মগত ভাবেই তিনি তারকা। আর নায়ক হওয়া নির্ভর করছে শুধুই তার ইচ্ছের উপর।

সেই ধারাবাহিকতায় কদিন আগেই শোনা যাচ্ছিল যে ধুম ছবির সিরিজের ষষ্ঠ পর্বে পরিচালক আদিত্য চোপড়া নাকি শাহরুখের ছেলে আরিয়ান খানকে কাস্ট করতে চান। তবে সেই বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তবে সম্প্রতি পরিচালক করণ জোহর বলেছেন শাহরুখের ছেলেকে নাকি তিনি ব্রেক দিতে চান। এই পরিচালকের কথায় আরিয়ান যখন অভিনয়ে আগ্রহ প্রকাশ করবে তখনই আমি তাকে ব্রেক দিবো। আরিয়ানকে শুধু আমি লঞ্চ করবো বলেও জানিয়েছেন কেজো।

তিনি আরও বলেন, শাহরুখের সঙ্গে আমার বোঝাপড়া যেমন ভালো তেমনি তার ছেলেমেয়েদের সঙ্গে ভালো। তাই আরিয়ানকে ছবিতে শুধু আমি ব্রেক দিবো।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ