সে কি! কারিনা তো এখন সায়েফ আলি খানের বউ। কিন্তু সুর নাকি পাল্টে যাচ্ছে।প্রথমবারের মতো জুটি বাঁধছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর এবং অভিনেতা রণবীর সিং।

কারিনা কাপুর ও রনবির সিং
১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত শ্রীদেবী এবং কমল হাসান অভিনীত সাদমা সিনেমার রিমেকে রোমান্স করতে দেখা যাবে এ জুটিকে।এর আগে চরিত্রটির জন্য অভিনেত্রী বিদ্যা বালানের নাম শোনা গিয়েছিল। কিন্তু পরবর্তীতে রণবীর সিংয়ের বিপরীতে কারিনা কাপুরকে নেওয়ার সিদ্ধান্ত নেন নির্মাতারা। এক প্রতিবেদনে জানা গেছে, সিনেমায় রণবীর সিংকে দেখা যাবে সোমু চরিত্রে। অন্যদিকে কারিনা কাপুর অভিনয় করেবন নেহালতা চরিত্রে। সিনেমাটির প্রযোজনা করবেন বনি কাপুর এবং পরিচালনা করবেন লয়েড ব্যাপতিস্তা।
এর আগে পর্দায় এ জুটিকে একসঙ্গে দেখা না গেলেও সম্প্রতি সাইফাই মহোৎসবে একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছিলেন রণবীর-কারিনা।বলা কি যায়? যদি রোমান্সে পরিণত হয়ে যায় তবে রুখবে কে?